খুনের মামলায় দোষী সাব‍্যস্ত তৃণমূল নেতা সহ তার দুই দাদা : ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

3rd March 2021 9:22 pm মালদা
খুনের মামলায় দোষী সাব‍্যস্ত তৃণমূল নেতা সহ তার দুই দাদা : ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিক


দেবাশীষ পাল ( মালদা ) :  খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর দুই দাদা।  বুধবার দুপুরে মালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা পঞ্চম বিচারক অসীমা পাল ওই তিনজনকে দশ বছরের জেল এবং দশ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী।   ১৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ২০১৪ সালের মামলায় বিচারক সাজা ঘোষণা করেছেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৮ অগষ্ট টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হয়েছিলেন ইংরেজবাজারের সাট্টারি গ্রামের বাসিন্দা সালেক মোমিন(৩৫)। ঘটনায় অভিযুক্ত ছিলেন ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূলের রাজু মোমিন ও তাঁর দুই ভাই আহমেদ আনসারি মাসোয়ার মোমিন।  এদিন  আদালত চত্বরে ঘটনার ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিক প্রশান্ত দাস। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অসুস্থ অবস্থায় প্রশান্ত দাস ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশেও ঘটনাটি জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।





Others News